প্রাইম ইউনিভার্সিটিতে ‘‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে -২০২৫’’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ১৮ জুলাই (শুক্রবার) ২০২৫, প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। ২০২৪ সালের এই দিনটিতে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করেছিল ছাত্র-জনতা এবং ঐদিন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে যোগদান করে। জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র-জনতার সাথে আমাদের প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এতে আমাদের অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং গুরুতর আহত হয়েছে। প্রায় ১ মাসের মরণপণ লড়াইয়ের মাধ্যমে দেশের ছাত্র-জনতার হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অবদানকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ১৮জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে ঘোষণা করেছে সরকার। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়র এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ মোতাবেক প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উপলক্ষ্যে জুলাই শহিদদের স্মরণে, আন্দোলনে অংশগ্রহণকারী এবং আহতদেরসহ প্রাইম ইউনিভার্সিটির সকলকে নিয়ে আজকের এই সভা ও দোয়া আয়োজন করেছে প্রাইম ইউনিভার্সিটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবদুর রহমান, উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রাইম ইউনিভার্সিটি, অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রফেসর ইঞ্জি. মোঃ রশিদুল হাসান, ডীন, ইঞ্জিনিয়ারিং অনুষদ এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্দোলনে আহত শিক্ষার্থীরা, বাকী বিল্লাহ, আইন, ব্যাচ-৬১ (গুলিবৃদ্ধ), মনসুর আলম, আইন, ব্যাচ-৫২ (গুলিবৃদ্ধ), সেতু, বিবিএ, ব্যাচ-৫৯ (আহত) আবু রায়হান, আইন, ব্যাচ-৬০ (মাথায় আঘাত প্রাপ্ত), আনিকা আক্তার, আইন, ব্যাচ-৫৮, রায়হান মিয়া, আইন, ব্যাচ-৫৩, হাবিবুর রহমান সজিব, আইন, ব্যাচ-৫০ (আহত), নাজিম উদ্দিন, ইংরেজি,ব্যাচ-৫৩. ইমন, ইইই, ব্যাচ, ৬৫.
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব:) ও সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
