বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সাথে প্রাইম ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ
আজ সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিকাল ৩টায় প্রাইম ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC) মাননীয় চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বোর্ড অফ ট্রাস্টিজ এর সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসেন (টিটু), ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং ডাইরেক্টর অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স।
সাক্ষাতের শুরুতে প্রতিনিধি দলটি মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর তারা প্রাইম ইউনিভার্সিটির বর্তমান কার্যক্রম, চলমান অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
