'বাংলাদেশের সাম্প্রতিক উপন্যাস: বিষয় প্রকরণ ও প্রবণতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে ১৫ অক্টোবর ২০২৫ (বুধবার) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে 'বাংলাদেশের সাম্প্রতিক উপন্যাস: বিষয় প্রকরণ ও প্রবণতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুর রহমান এবং সম্মানিত আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।